এস আলম গ্রুপের সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ০৩:৫৯ অপরাহ্ন

এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম তার সম্পদ ও বিনিয়োগ সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য অন্তর্বর্তী সরকারকে ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি বিষয়টির সমাধান না হয়, তবে তিনি আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সাইফুল আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং একাধিক উপদেষ্টার কাছে ‘বিরোধ নিষ্পত্তির নোটিশ’ পাঠিয়েছেন। নোটিশে তিনি ছয় মাস সময় বেঁধে দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ বাধাগ্রস্ত করছে।

২৩ ডিসেম্বর ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়। এতে বলা হয়, এস আলমের দেওয়া নোটিশে ১৮ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে যে, তিনি এই ক্ষতির আদায়কে সামনে রেখে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণ করছেন, তবে এটি সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার প্রচেষ্টা। এই বিষয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ২০০৪ সালের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, এস আলমের পরিবার ২০১১ সাল থেকে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তারা সিঙ্গাপুরের নাগরিকত্ব লাভ করেছেন। ২০২০ সালে তারা বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেন।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, বাংলাদেশ সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার কারণে এস আলম গ্রুপের বিনিয়োগ ও সম্পদমূল্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিনিয়োগ চুক্তির আওতায় এস আলমের অধিকার এবং বাংলাদেশের আইন লঙ্ঘন করছে। এর ফলে সরকারের সঙ্গে সাইফুল আলমের বিরোধ সৃষ্টি হয়েছে।

এস আলম ছয় মাসের মধ্যে বিষয়টি সমাধান না হলে আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার পরিকল্পনা করেছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework