একই রশিতে ঝুলে মা ও ছেলের রহস্যজনক মৃত্যু

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৫ এপ্রিল ০৬, ০২:৫০ অপরাহ্ন

ঝালকাঠির নলছিটিতে রোববার সকালে মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি বাগানের রেইনট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ পাওয়া গেছে। নিহতরা হলেন—রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেন (৩৫)। তারা রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের পেছনের একটি রেইনট্রি গাছে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।”

এসআই বেলায়েত হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework