ঋণের চাপে কিডনি বিক্রির বিজ্ঞাপন, এগিয়ে এলেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০৩:৪০ অপরাহ্ন

পঞ্চগড়ের কামাতকাজলদিঘী ইউনিয়নের তালমা এলাকার নবীউল্লাহ ও জাহানারা দম্পতি ঋণের ভারে কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসনের উদ্যোগে তাদের জন্য একটি অটোরিকশা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সাবেত আলী নিজ কার্যালয়ের নিচে নবীউল্লাহর হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এবং ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল প্রধান উপস্থিত ছিলেন।

জানা গেছে, নবীউল্লাহ ও জাহানারা দম্পতির এক মেয়ে থ্যালাসেমিয়া ও ছেলে অ্যাজমায় আক্রান্ত। সন্তানদের চিকিৎসা ও সংসারের খরচ মেটাতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে নিতে দিশেহারা হয়ে পড়েন তারা। অভাবের তাড়নায় কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন এবং এলাকায় পোস্টার সাঁটান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচিত হলে জেলা প্রশাসক সাবেত আলী তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

অটোরিকশা হাতে পেয়ে আনন্দিত নবীউল্লাহ বলেন, "এখন অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা পেলাম। জেলা প্রশাসকসহ যারা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ তাদের ভালো করুন।"

ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, নবীউল্লাহ দীর্ঘদিন কর্মহীন ছিলেন, তার ওপর ঋণের বোঝা। উপায় না দেখে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন। জেলা প্রশাসনের সহায়তায় তিনি এখন স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে একটি নতুন অটোরিকশা উপহার দিয়েছি, যাতে তিনি উপার্জন করে সংসার চালাতে ও ঋণ পরিশোধ করতে পারেন।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework