আনোয়ারায় গরু রেখে পালালো চোর

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ অক্টোবর ১০, ০৩:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরু চুরি করতে এসে গৃহস্থের চোর চোর চিৎকারে গরু রেখে পালালো চোর চক্রের সদস্যরা।

বুধবার (০৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর ইউনুস ডাক্তারের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইউনুস ডাক্তারের বাড়ির মালেকের ঘর থেকে বাচুরসহ গরু চুরি করে গাড়িতে তোলার সময় গৃহস্থি "চুর চুর" বলে চিৎকার শুরু করে এমন সময় গরুগুলো ছুড়ে যায় এবং চোরেরা গাড়ি করে পালিয়ে যায়। পরে পাশ্ববর্তী গ্রামে গাভী গরুটি পাওয়া যায়।

স্থানীয় খামারি এনামুল হক জানান, গরু চোরের কারণে চোখে ঘুম নাই। প্রতিদিন পালা করে গরু পাহারা দিতে হয়। স্থানীয় কয়েকজন এসব গরু চুরির সাথে জড়িত থাকলেও হাতেনাতে ধরতে না পারায় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে চোর চক্ররা আমাদের সন্দেহে রয়েছে।

হাইলধর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হলেন ইলিয়াস খোকন বলেন, আমার গ্রামে এই ঘটনা এটা দুঃখজনক। আমি স্থানীয় ও পুলিশ প্রশাসনকে বিষয়টা অবিহিত করতেছি। খামারিদের সাথে কথা বলে জানতে পারছি চোর চক্র স্থানীয়। আমরা তাদেরকে ধরার চেষ্টা করতেছি।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework