আনোয়ারা সাংবাদিক সমিতি'র পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ১৭, ০১:২৫ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার,  মেধাবী তরুণ সাংবাদিকদের সংগঠন  "আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)র পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারা সাংবাদিক সমিতির কার্যালয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন পাঠাগার উদ্বোধন করেন।

আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম সঞ্চলনায়  ইউএনও বলেন, "বই পড়ার বিকল্প নেই,  বই পড়ায় মানুষকে জ্ঞানের উচ্চ শিখরে আরোহন করায়। তাই বই পড়ায় অভ্যস্ত হতে হবে। সাংবাদিকতার কলাম লিখতে এবং সাংবাদিকতা করতে প্রচুর বই পড়তে হবে। এসময় তিনি আরো বলেন, " আনোয়ারা সাংবাদিক সমিতি আনোয়ারার সাংবাদিকতাকে একটি অন্যন্য স্টেজে নিয়ে গেছে। এই সংগঠনের সদস্যরা তারা চিন্তা চেতনায় নিজেদের পোক্ত করেছে। এই জায়গা থেকে সাংবাদিকতা ক্যারিয়ার হিসেবে নিতে আরো উচ্চ জায়গায় চিন্তা করতে হবে। নিজেদের দক্ষতায় সাংবাদিকতা এবং সৃজনশীল কাজের মাধ্যমে সমাজ সভ্যতা দেশের জন্য সবাইকে আরো বেশি এগিয়ে যাবে বলে আশা করছি।

এসময় আনোয়ারা সাংবাদিক সমিতি'র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework