মাগুরায় আট বছর বয়সী শিশু আছিয়া হত্যার ঘটনায় দেওয়া মামলার রায় ঘোষণা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার মূল অভিযুক্ত হিটু শেখকে আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। অন্যদিকে, মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল ৯টা ৩০ মিনিটে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া তিন আসামি হলেন—হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, এবং তার দুই পুত্র সজীব শেখ ও রাতুল শেখ।
এই মামলায় মূল অভিযুক্ত হিটু শেখ, যিনি শিশুটির বোনের শ্বশুর, গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় নিজেই একমাত্র জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) ১৩ এপ্রিল চারজনের বিরুদ্ধেই অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যুবরণ করে নির্যাতিত এ শিশুটি।