আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ১০:৫৯ পূর্বাহ্ন

মাগুরায় আট বছর বয়সী শিশু আছিয়া হত্যার ঘটনায় দেওয়া মামলার রায় ঘোষণা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার মূল অভিযুক্ত হিটু শেখকে আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। অন্যদিকে, মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ৯টা ৩০ মিনিটে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া তিন আসামি হলেন—হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, এবং তার দুই পুত্র সজীব শেখ ও রাতুল শেখ।

এই মামলায় মূল অভিযুক্ত হিটু শেখ, যিনি শিশুটির বোনের শ্বশুর, গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় নিজেই একমাত্র জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) ১৩ এপ্রিল চারজনের বিরুদ্ধেই অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যুবরণ করে নির্যাতিত এ শিশুটি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework