আক্কেলপুর জামায়াতে ইসলামীর যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ১৭, ০৪:২৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও মাহে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাও. শফিউল হাসান দিপু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর জামায়াতের আমীর জাকারিয়া হোসেন, সেক্রেটারি রিপন হোসেন সহ ইউনিয়ন সংগঠন ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

সমাবেশে ২০২৫-২৬ সেশনের জন্য আক্কেলপুর উপজেলা যুব বিভাগের কমিটি গঠন করা হয়। কমিটিতে হাবিবুর রহমান সভাপতি, রিপন হোসেন কে সেক্রেটারি ঘোষণা করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, রমযানের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে দ্বীন কায়েমের এই পথে যুবকদের এগিয়ে যেতে হবে। দেশ, রাষ্ট্র ও সমাজ গঠনে যুবকদের কাঙ্খিত ভূমিকা রাখতে ঐক্যবদ্ধ হতে হবে। রমযানে তাকওয়া ও সবরের যে সংযম শিক্ষার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ আমরা পেয়েছি তা যুবকদের অনুধাবন করে ইউনিয়নের প্রতিটি প্রান্তরে দাওয়াতী কাজের জন্য ছুটে যেতে হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সকল প্রকার দুর্নীতি দূর করা হবে। প্রতিটি কাজের হিসাব ভাউচারের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। এজন্য প্রতিটি কর্মী সমর্থককে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সমর্থন আদায়ের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework