‘সুলতানার স্বপ্ন’ পুরস্কার চালুর প্রস্তাব অধ্যাপক ইউনূসের

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ০৯, ০১:৩৫ অপরাহ্ন

নারী জাগরণের অগ্রদূত এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়ার চেতনা ছড়িয়ে দিতে ‘সুলতানার স্বপ্ন ২০২৪, ২০২৫…’ নামে একটি ধারাবাহিক পুরস্কার চালুর প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কুসংস্কারমুক্ত সুন্দর সমাজ গড়ার জন্য যিনি সবচেয়ে ভালো ধারণা দেবেন, তাকে এই পুরস্কারে ভূষিত করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বেগম রোকেয়া দিবস’ এবং ‘বেগম রোকেয়া পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।

অধ্যাপক ইউনূস বলেন, “বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছিলেন, ‘সুলতানার স্বপ্ন’ সিরিজ সেই স্বপ্নকে ধরে রাখবে। প্রতিবছর এই দিনে একটি পুরস্কার দেওয়া হবে—যার চিন্তা সবার চেয়ে সেরা।”

তিনি আরও বলেন, এই সিরিজ পুরস্কারের মাধ্যমে সারা দেশে প্রতিযোগিতা সৃষ্টি হবে। “এবার সুলতানার স্বপ্ন ২০২৪ কে পাবে, কী চিন্তা এসেছে? এরকম কল্পনা করার উৎসাহ তৈরি হবে মানুষের মধ্যে,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework