‘আয়নাঘর’ থেকে শিশুদের ওপর চাপ সৃষ্টি, শেখ হাসিনার সরকারের গুমের ভয়াবহতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৪:০৭ অপরাহ্ন

দেশে ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। তার সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের মানবাধিকার লঙ্ঘনের নানা ভয়াবহ চিত্র, যার মধ্যে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উঠে এসেছে।

এদিকে, আরও একবার সামনে এসেছে সাবেক প্রধানমন্ত্রীর গোপন বন্দিশালা, ‘আয়নাঘর’-এর কথা, যেখানে নাকি শিশুদেরও আটকে রাখা হতো। সেখানে নির্যাতন চলতো এবং জিজ্ঞাসাবাদের সময় শিশুদের ওপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হতো। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

গুম কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, কমপক্ষে ছয়জন শিশু তাদের মায়ের সঙ্গে গোপন কারাগারে মাসের পর মাস কাটিয়েছে। এ সময় শিশুকে তার মায়ের দুধ পান করতে দেয়া হয়নি এবং নানা ধরনের মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল।

২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগ আনা হয়।

কমিশন জানায়, তাদের কাছে একাধিক ঘটনার প্রমাণ রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানসহ নিখোঁজ হয়ে গেছে। ২০২৩ সালের ঘটনাও তাদের প্রতিবেদনে উঠে এসেছে, যেখানে এক গর্ভবতী নারীকে তার দুই ছোট বাচ্চাসহ আটক করা হয়েছিল এবং মারধর করা হয়েছিল।

প্রতিবেদনটি আরও জানায়, একটি পরিবার তাদের শিশুসহ আটক হয়ে ‘মানসিক নির্যাতনের’ শিকার হয়। শিশুদের মায়ের দুধ পান করতে দেয়া হয়নি, যা বাবাকে চাপ দেয়ার অংশ হিসেবে ব্যবহার করা হতো।

হাসিনার সরকারের সময় গুমের ঘটনা অস্বীকার করা হলেও কমিশন জানায়, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় ২০০ বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছে।

গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন জানান, কিছু ভুক্তভোগী নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিক পরিচয় জানাতে না পারলেও, সাক্ষ্য ভিত্তিক তদন্তের মাধ্যমে অভিযুক্ত বাহিনীকে শনাক্ত করা হবে এবং নির্দেশদাতাদের জবাবদিহি করার সুপারিশ করা হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এসব নির্যাতনের ভুক্তভোগীদের পরিবার মানসিক আঘাত থেকে আইনি ও আর্থিক চ্যালেঞ্জও মোকাবেলা করছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework