হাসপাতালের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ জুলাই ০৯, ০৭:৩২ অপরাহ্ন
  ঢাকা জেলাধীন সরকারি হাসপাতালসমূহে রোগীর সেবা সম্পর্কীত ও স্বাস্থ্য বিষয় কর্মকাণ্ডের উপর কোন প্রকার তথ্য আদান-প্রদান ও মন্তব্য না দেওয়ার নির্দেশনা জারি করেছে ঢাকা জেলা সিভিল সার্জন অফিস। বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনায় রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, এটি রোগীর গোপনীয়তা ভঙ্গের শামিল। নির্দেশনায় বলা হয়, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কেউ টিভি চ্যানেল কিংবা কোন প্রকার প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোন ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার অনুরোধ করা হয়। ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জারি করা এই নির্দেশনায় গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে, স্বাস্থ্যসেবা ও হাসপাতাল সংক্রান্ত কোন তথ্য-উপাত্ত প্রয়োজন হলে যেন সরাসরি সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হয়। নির্দেশনা পত্রটি ইতিমধ্যে ঢাকা জেলার সবকটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ৩১ শয্যা বিশিষ্ট কামরাঙ্গীরচর হাসপাতালের তত্বাবধায়ক, জিওডি, স্কুল ক্লিনিক, মাতৃসদন কেন্দ্রের সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের নিকট পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলার মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নির্দেশনা পত্র পৌঁছার বিষয়টি স্বীকার করে জানান, প্লিজ এ বিষয়ে কিছু জানতে হলে সিভিল সার্জন অফিসে কথা বলেন। বিষয়টি স্বীকার করে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান মুঠোফোনে একাত্তরকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় তিনি এই আদেশ জারি করেছেন। কোন বিষয় জানতে হলে তাঁর মোবাইল নাম্বারে কল দিতে পারবেন। টেলিভিশনে কিভাবে সাক্ষাতকার নেওয়া যাবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর মোবাইলে কথা বলে অডিও নেওয়ার জন্য।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework