সীমান্ত ইস্যুতে বাংলাদেশি কূটনীতিককে তলব করলো ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ১৩, ০৬:৪০ অপরাহ্ন

সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে ডাকার একদিন পরেই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতের বিভিন্ন গণমাধ্যম, যেমন এএনআই এবং এনডিটিভি, এ তথ্য জানায়।

বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে বের হতে দেখা যায়।

এর আগে, বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট পাঁচটি স্থানে বেড়া দেয়ার চেষ্টার অভিযোগে গতকাল রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। বিকেল ৩টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন এবং সেখানে পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন।

পরবর্তীতে সোমবার দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাংলাদেশ-ভারতের ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। তবে এখনো ৮৮৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ বাকি রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework