সিসিইউতে আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ১৭, ০২:৫০ অপরাহ্ন
করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম প্রতিদিন পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। রোববার (১৬ মে) বিকালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ড রেগুলার তার স্বাস্থ্য পরীক্ষা করছে। আজকেও তারা দেখেছেন, পরীক্ষাগুলো পর্যালোচনা করেছেন। ম্যাডাম সিসিইউতে এখনও আছেন, সেখানেই তার পোস্ট কোবিড জটিলতার চিকিৎসাগুলো চলছে। এটা একটা লংটার্ম চিকিৎসা। চিকিৎসক হিসেবে এখনই কিছু প্রেডিকশন করে বলা যাবে না। হাসপাতালের মেডিকেল বোর্ড ম্যাডামের সর্বোত্তম চিকিৎসার কাজটি করে যাচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসা কোন পর্যায় জানতে চাইলে মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, ম্যাডাম যে সমস্ত শারীরিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার পরবর্তিতে পোস্ট কোবিড জটিলতায় তাকে অসুস্থ করলো, উনি কষ্ট ভোগ করলেন এবং পরবর্তিতে তাকে সিসিইউতে এনে চিকিৎসা দেয়া হচ্ছে, এখনো তিনি সেখানেই আছেন। সেখানে চিকিৎসক নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছেন। এর বেশি কোনো আপগ্রেড নেই। বিএনপি চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দেশবাসী কাছে আবারও দোয়া চান তিনি। ডায়াবেটিক, হৃদযন্ত্র, কিডনিসহ নানা জটিলতায় ভোগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ‘ফিরোজা’য় ব্যক্তিগত চিকিৎসক টিমের অধীনে চিকিৎসাধীন থাকার পর তাদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তর করে। পোস্ট কোবিড জটিলতায় এখন খালেদা জিয়ার পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতহায় ভোগছেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework