সাভারের আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ০৪:১৮ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, দগ্ধদের মধ্যে এক শিশুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে, চারজনকে এইচডিইউতে এবং দুই জনকে ওটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গুমাইলে আমজাদ ব্যাপারির বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুই তলা বাড়ির উপরের তলায় সুমন তার দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সেই রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে সেখানে বেড়াতে আসেন। পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

এতে শিশু ও নারীসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework