শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৪:০২ অপরাহ্ন

শাহবাগ মোড়ে চার দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইন্সটিটিউটের (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এ কারণে শাহবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি হয় এবং অনেক যাত্রী গণপরিবহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

বিক্ষোভকারীরা জানান, তারা শূণ্যপদে নিয়োগ, নতুন পদ সৃষ্টি, উচ্চ শিক্ষার সুযোগ, ভাতাসহ ইন্টার্নশিপ চালু এবং আলাদা বোর্ডের দাবিতে আন্দোলন করছেন। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও তাদের দাবি পূর্ণ না হওয়ায় তারা এই অবস্থান নিয়েছেন।

তাদের দাবি, বর্তমানে ১১তম গ্রেডে চাকরি পাওয়ার জন্য ডিপ্লোমা পাস করতে হয়, যা বাতিল করে ১০ গ্রেডে চাকরির সুযোগ দেয়া উচিত।

এছাড়া, সারাদেশে বর্তমানে ১৬টি সরকারি এবং প্রায় ২০০টি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি কোর্স চালানো হচ্ছে, যেখানে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework