রোম থেকে ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি!

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ১১:৪৮ পূর্বাহ্ন

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। অজানা একটি নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোনের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।

কামরুল ইসলাম জানান, বিজি-৩৫৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার সতর্কতা পাওয়া যায়। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্লেনের ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে দ্রুত নিরাপদে বের করে টার্মিনালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই যথাযথ নিরাপত্তা প্রটোকল মেনে বিমানটিতে তল্লাশি শুরু হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট এবং যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে বিমানটি পরীক্ষা করছে। পাশাপাশি পুরো বিমানটি ঘিরে রাখা হয়েছে বলে জানান নির্বাহী পরিচালক।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework