রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা: স্টাফদের দাবির বিষয়ে আলোচনা চলবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২৮, ০৪:৩৬ অপরাহ্ন

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, রেলের স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। তিনি বলেন, প্রয়োজনে তাদের সঙ্গে আবারো আলোচনা করা হবে এবং অর্থ বিভাগেও তাদের দাবির বিষয়ে আলোচনা করা হবে।

আজ ঢাকার কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

রেলপথ উপদেষ্টা বলেন, যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক এবং এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়েছেন। তিনি আরো বলেন, ‘যাত্রীদের ভোগান্তি যাতে কম হয়, সে জন্য গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছি। এরপরও যদি কোনো যাত্রী স্টেশনে আসেন, তাদের সুবিধা বিবেচনা করে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে রেলের রুটে যাত্রীরা যেতে পারেন।’

এছাড়া তিনি বলেন, স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের দাবি দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল, তবে তাদের অনেক দাবি ইতোমধ্যে পূর্ণ করা হয়েছে। বাকি দাবিগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে সরকার। রেল বন্ধের ফলে সরকারের কোনো অসুবিধা হচ্ছে না, বরং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। তিনি আরও বলেন, ‘আমরা চাই এর দ্রুত সমাধান হোক, কারণ সামনে ইজতেমা রয়েছে।’

এসময় বিআরটিসি’র চেয়ারম্যান তাজুল ইসলাম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework