মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য মামলা পরিচালনায় আইনজীবীদের আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২৭, ০৫:৩৩ অপরাহ্ন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে মামলা পরিচালনায় আইনজীবীদের আবেদন আহ্বান
কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

২৬ জানুয়ারি, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আদেশে আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।


আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা দিতে পারবেন। এই উদ্যোগ সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৬ এর বিধান অনুযায়ী নেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে তাদের সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের পর রেজিস্ট্রার তা আদালতে উপস্থাপনের জন্য আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আবেদন প্রাপ্তির বিষয়টি সরকারকে অবহিত করার নিয়ম অনুসরণ করা হবে। একইসঙ্গে, আবেদন জমা দেওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework