ভোটার তালিকা হালনাগাদ ও আসন পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করবে জামায়াত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০১:১৮ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছায়।

জানা গেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করবে তারা। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী আসনের পুনর্বিন্যাস সম্পর্কিত বিষয়েও আলোচনা হবে জামায়াতের প্রতিনিধি দলের সাথে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়েও সুনির্দিষ্ট আলোচনা করবে দলটি।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সব কমিশনাররা বৈঠকে অংশ নিয়েছেন। এর আগে, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework