ভারত থেকে বেনাপোল হয়ে ফিরলেন আরও ২৪০ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মে ০১, ০৩:১৬ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারত থেকে আরও ২৪০ জন বাংলোদেশি বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন।
বেনাপোলের হোটেলে স্থান সংকুলান না হওয়ায় যশোর ও আশেপাশের জেলার হোটলগুলো অধিগ্রহণ করা হচ্ছে কোয়ারেন্টিনের জন্য।
যশোরের ডিসি তমিজুল ইসলাম খান বলেন, “ভারত থেকে যত লোক ফেরত আসার কথা আমরা চিন্তা করছিলাম, তার থেকে অনেক বেশি আসছে। বেনাপোলের হোটেলগুলো পূর্ণ হয়ে গেছে। ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এতিমখানা ও মাদরাসার ভবনও পূর্ণ হয়ে গেছে। সেখানে ২০২ জনকে রাখা হয়েছে। তাই যশোর ও আশেপাশের জেলার হোটলগুলো অধিগ্রহণ করা হচ্ছে কোয়ারেন্টিনের জন্য।” এসব হোটেলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডিসি।
জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কেএম মামুনুর রশিদ জানান, এখন পর্যন্ত ১৬টি হোটেল রিকুইজিশন করা হয়েছে। ইতিমধ্যে যশোরের হোটেল নয়নে ৩৭ জনকে, হাসান ইন্টারন্যাশনালে ৪৪, হোটেল ম্যাগপাইয়ে ১৭, আরএস হোটেলে সাত, হোটেল ম্যাক্সে ১১ এবং শেখ হাসিনা পার্কের ডরমেটরিতে ছয়জনকে রাখা হয়েছে।
এ হোটেলগুলোতে স্থান সংকুলান না হলে সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ এবং নড়াইল জেলার হোটেলগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান জানান,  শুক্রবার ২৪০ জন বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরিছেন। এর সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ২০১ জন। যেসব স্থানে ভারতফেরত যাত্রীদের রাখা হয়েছে সেখানে নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছে পুলিশ। ১৪ দিন অবস্থানের পর করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলে তাদের বাড়িতে যেতে দেওয়া হবে বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সেখ সালাউদ্দিন শিকদার জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework