বাংলাদেশ রেলওয়ে কর্মবিরতি, সারাদেশে বন্ধ রেল চলাচল

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২৮, ০২:৫৯ অপরাহ্ন

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ (গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, টিটিই) কর্মচারী ইউনিয়ন কর্মবিরতি পালন করছেন, যার ফলে সারাদেশে রেল চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২টা থেকে শুরু হয় এই কর্মবিরতি।

এ কর্মবিরতির কারণ, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া, আনুতোষিক সুবিধা এবং অন্যান্য দাবির বাস্তবায়ন না হওয়া। রাত ১২টার পর থেকে সারা দেশের কোনো রেলস্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। তবে রাত ১২টার আগ পর্যন্ত ছেড়ে যাওয়া ট্রেনগুলো এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সারাদেশে প্রায় ১৭০০ রানিং স্টাফ কর্মচারী রয়েছেন। তাদের দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা হলেও গড়পড়তা ১৫ ঘণ্টা কাজ করতে হয়। এজন্য তাদের মাইলেজ হিসেবে বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হয়, যা তাদের বেতনের অংশ। প্রতি ১০০ কিলোমিটার ট্রেন পরিচালনার জন্য তারা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পান।

তবে ২০২২ সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হয়, যার পর থেকে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ২২ জানুয়ারি সংবাদ সম্মেলনে তারা পেনশন ও আনুতোষিক সুবিধা প্রদান না হলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework