প্রধান উপদেষ্টা ও মোদির বৈঠকের সম্ভাবনা, তবে নিশ্চয়তা মেলেনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১১, ০২:১৫ অপরাহ্ন

চলতি বছরের ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট—বিমসটেক শীর্ষ সম্মেলন। এতে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গুলশান-২-এ বিমসটেক সম্মেলন সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। তবে ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। তিনি উল্লেখ করেন যে, ড. ইউনূস ও মোদির বৈঠক সম্পূর্ণরূপে দুই দেশের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

যদিও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়া নিশ্চিত হয়েছে, বৈঠক হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, "এখনো কিছু সময় বাকি আছে, চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত।"

প্রথমে ২০২৪ সালের সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন আয়োজিত হওয়ার কথা ছিল, তবে থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করা হয়। সে সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে।

সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও মোদির বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে দুজন একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকায় সেই সাক্ষাৎ সম্ভব হয়নি।

বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে জানান, বিমসটেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। এছাড়া, আসন্ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেকের সভাপতি হতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework