পাকিস্তানি নম্বর থেকে বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি!

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৪:০০ অপরাহ্ন

ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তা পাকিস্তানি একটি নম্বর থেকে পাঠানো হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এপিবিএন সূত্রে এ তথ্য জানানো হয়।

এপিবিএন-এর দায়িত্বরত কর্মকর্তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি আসে, যেখানে বলা হয়েছিল যে, রোম থেকে ঢাকা আসা বিমানে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে এবং এটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর বিস্ফোরণ ঘটানো হবে। তবে বার্তাটি সতর্কতার জন্য দেওয়া হয়েছে এবং এটি কোনো হুমকি নয় বলে উল্লেখ করা হয়।

এই বার্তা পাওয়ার পর উক্ত নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি, তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং চালানো হয়। বিস্ফোরক রাখার বিষয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে বলা হয়, এটি কোনো বিরোধী পক্ষের কাজ হতে পারে যারা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে চায়।

বিমানটি ঢাকায় অবতরণের পর তল্লাশি চালানো হয় এবং কোনো বিস্ফোরক বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। দুপুরের দিকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ ব্রিফিং করবে বলে জানানো হয়।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বার্তাটি পাওয়া যায় এবং পরে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি ঢাকায় পৌঁছালে বিমানবাহিনীর সদস্যরা জরুরি ভিত্তিতে যাত্রীদের নামিয়ে আনেন। তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনে থাকে।

বিমানবাহিনী ও বোম্ব ডিসপোজাল ইউনিট পুরো বিমানটি তল্লাশি করে, তবে কিছুই পাওয়া যায়নি। তল্লাশি চলাকালে যাত্রীদের বিমানবন্দর ভবনে রাখা হয় এবং ইমিগ্রেশন প্রক্রিয়া স্থগিত রাখা হয়।

রোম থেকে আসা এই বোয়িং ৭৮৭ মডেলের বিমানে ২৫০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework