নীতিমালা না মানায় বাংলাদেশ থেকে টিকটকের ভিডিও অপসারণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৭, ০৪:২৪ অপরাহ্ন

নিতিমালা না মানায় বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এসব ভিডিও কমিউনিটি গাইডলাইন অনুযায়ী, বেশিরভাগই স্বয়ংক্রিয়ভাবে মুছে গেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি ও টিকটকের যৌথ আয়োজনে ডিজিটাল নিরাপত্তা সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এ সময় টিকটকের আউটরিচ অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার সিদরা জলিল বক্তব্য রাখেন এবং জানান, ৯৬ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ৯৯ শতাংশ ভিডিও আলাদাভাবে সরানো হয়নি। বিটিআরসি চেয়ারম্যান জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে তারা বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির সাথে যৌথভাবে কাজ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না, বরং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে চায়, যাতে ব্যবহারকারী নিজেই ক্ষতিকর ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পর্কে সচেতন হতে পারে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework