নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকবে: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ২৬, ০৪:২৪ অপরাহ্ন

নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির তোলা দাবিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এছাড়া, রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই বলেও তিনি জানান।

উপদেষ্টা পরিষদ পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, "উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে এমন কোনো খবর আপাতত নেই। দেশে এখন সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। তবে পরবর্তীতে প্রয়োজন হলে পরিবর্তন আনা হতে পারে।"

এর আগে, দুপুরে ফেসবুকে সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে একটি স্ট্যাটাস দেন আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, "বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আওয়ামী লীগকে উৎসাহিত করবে। গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগকে মনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework