বাঙালি জাতির স্বপ্ন পূরণের জন্য এই চার্টার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ১৫, ০৫:০৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন থেকে গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের একটি চার্টার তৈরি হবে। তিনি উল্লেখ করেন, এই চার্টার একটি মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে এবং নির্বাচনী ব্যবস্থা সহ সবকিছুই এর অধীনে চলবে, তবে একে পরিত্যাগ করা যাবে না।

বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এরপর নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুদক সংস্কার, পুলিশ সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন তুলে দেন।

ড. ইউনূস বলেন, এটি বাঙালি জাতির মুক্তির সনদ হয়ে থাকবে এবং ইতিহাসের অংশ হিসেবে থেকে যাবে। এটি কোনো দলীয় কমিটমেন্ট নয়, বরং একটি জাতীয় কমিটমেন্ট হবে। তিনি আশা করেন যে, সব রাজনৈতিক দল এই চার্টারের অংশ হবে। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।

নির্বাচনও এই চার্টারের ভিত্তিতে হবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, আগামী সরকার ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে এবং তারা যেন এই চার্টারকে ধরে রাখতে পারে। অন্যথায়, এই স্বপ্নের ধারাবাহিকতা নষ্ট হবে।

কমিশনের সদস্যদের উদ্দেশে ড. ইউনূস বলেন, তারা একটি নতুন বাংলাদেশের কাঠামো তৈরির দায়িত্ব পেয়েছেন এবং সেই স্বপ্নের রূপরেখা তুলে ধরতে হবে। প্রতিবেদনটি এর বড় অংশ হিসেবে কাজ করবে এবং এটি মাধ্যমে তারা সবার সঙ্গে আলোচনা শুরু করবেন, যাতে সবার সমর্থন এবং অঙ্গীকারগুলো পূর্ণ হয় কিনা তা নিশ্চিত করা যায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework