জনগণ অনেক সেয়ানা, তারা আ. লীগকেই নির্বাচিত করবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ এপ্রিল ১৪, ০৪:২৬ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,জনগণ সব বোঝে, তারা ভুল করে না। জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

তাছাড়া দেশের মানুষ অনেক সেয়ানা, তাই আওয়ামী লীগের কোনো ভয় নেই বলে মন্তব্য করেন তিনি ।

শুক্রবার (১৪ এপ্রিল) সিলেট জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবে শুধু সরকার চাইলেই হবে না।

এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সব দায়দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি বলেন, সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের। সবাই আন্তরিক হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য ও উন্নয়ন হয়েছে, সে জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণগোষ্ঠীর সংমিশ্রণে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework