ঘুষের টাকাসহ দুদক কর্মকর্তার পিএ আটক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ Jun ২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানি লন্ডারিং) মো. মোকাম্মেল হকের পিএ গৌতম ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

শুক্রবার (২৩ জুন) মতিঝিলে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে হোটেল থেকে গৌতমসহ আরও চার জনকে আটক করা হয়। 

পুলিশ জানায়, দুদক কর্মকর্তাদের সই জাল করে গোপালগঞ্জের বাসিন্দা উত্তরার ব্যবসায়ী আশিকুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের একটি চিঠি তৈরি করেন গৌতম। এরপর অভিযোগটি নথিভুক্ত করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি জানতে পেরে গোয়েন্দারা ফাঁদ পেতে গৌতম ও তার সহযোগীদের আটক করে। 

শুক্রবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়। 

এতে বলা হয়, শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework