"ঘন কুয়াশায় বগুড়ায় সূর্যের দেখা নেই, শীতের প্রকোপ বেড়েছে"

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১০, ০৩:১১ অপরাহ্ন

বগুড়ায় আজ (১০ ডিসেম্বর) দুপুর বেলায়ও ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। সকাল থেকেই সড়ক-মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

এদিন বগুড়ার বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শীতের তীব্রতা বৃদ্ধির কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এদিকে শীত বাড়ার সঙ্গে শহরের ফুটপাত এবং মার্কেটগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ গরম পোশাক কিনছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই-তিন দিনে তাপমাত্রা আরও কমে যেতে পারে এবং বগুড়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসতে পারে।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বেড়েছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে যাবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework