গ্যাস পাইপলাইন সংস্কার: বৃহস্পতিবার ঢাকার কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ০৫:৫২ অপরাহ্ন

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার কিছু এলাকায় ১৩ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকায় গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজির মতো প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আশেপাশের অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

তিতাস গ্যাস জানিয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে এমআরটি লাইন-১ এর নদ্দা ভূগর্ভস্থ স্টেশনের কাজের কারণে গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হচ্ছে। এজন্যই সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework