খালেদা জিয়াকে নাশকতার মামলায় অব্যাহতি দিল কুমিল্লা আদালত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৪:৩৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

এটি ঘটে গত সোমবার, যখন কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন নাশকতার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এই মামলাটি থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেন।

অ্যাডভোকেট কাইমুল হক জানান, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পুলিশ নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় খালেদা জিয়া ছিলেন ৩২ নম্বর আসামি। তবে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

তিনি আরও বলেন, মামলার এজাহারে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও চার্জশিটে ৪২ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে ৩৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাকী ৬ জনের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, যা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework