কুমিল্লার ঘটনা নিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ অক্টোবর ২৮, ০১:৪১ অপরাহ্ন

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লার ঘটনা পরিকল্পিত, যারা দেশের বিরুদ্ধে কাজ করে সেই অপশক্তিই এই ঘটনা ঘটিয়েছে। এ অপশক্তিকে কোনো অবস্থাতেই ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তারা কোনো ধর্মের বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে।

তিনি আরও বলেন, এক্ষেত্রে আমার দলেরও যদি কেউ জড়িত থাকে সেও ওই অপশক্তির অংশ; তাকেও ছাড় দেওয়া হবে না।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ আরও অনেকে।

এর আগে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজায় ক্ষতিগ্রস্ত নগরীর বেশ কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework