এনসিপির প্রথম রাজনৈতিক কর্মসূচি সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ০৪, ০১:০৬ অপরাহ্ন

জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজনের দাবি জানিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত শেষে এ বিষয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র-তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান তিনি। পাশাপাশি, এনসিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যমান বিচার চায় বলেও মন্তব্য করেন তিনি।

এসময় দলের সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এনসিপির নেতাকর্মীরা। এর মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক পথচলার আনুষ্ঠানিক সূচনা করে। এছাড়া, বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে, যেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি বিশাল সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। দলটির ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিও সে সময় অনুমোদন দেওয়া হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework