"একমাত্র ছেলে নেই", এই বলে মূর্ছা যাচ্ছেন ফায়ারফাইটার নয়নের মা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ২৬, ০৫:০৩ অপরাহ্ন

গত রাতে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন (২৪) নিহত হন, যা তার পরিবারের জন্য একটি মর্মান্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার মা নার্গিস বেগম বুক চাপড়ে আহাজারি করতে করতে বলছিলেন, “আমার বাবা দুনিয়াত কেউ নাই, আমার একটাই ছেলে।” নয়নের সহকর্মীরাও তার মৃত্যুতে অশ্রু সংবরণ করতে পারছেন না।

নয়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে। দুই বছর ধরে তিনি ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে নয়ন সহকর্মীদের সাথে রাতের খাবার খেয়ে ভলিবল খেলছিলেন, এমন সময় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তারপর দলবল নিয়ে সচিবালয়ে আগুন নেভাতে গেলে সড়কে ট্রাক ঢুকে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর, সোহানুর জামান নয়নের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে ফায়ার সার্ভিসের সদর দফতরে নেয়া হয়। পরিবারের সদস্যরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework