আওয়ামী লীগের কর্মসূচির জন্য দায়ী অন্তর্বর্তী সরকার: রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০৩:৩৮ অপরাহ্ন

আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ ও কঠোর হরতালের ডাক দিয়েছে। এ মাসে ১০টি দাবির ভিত্তিতে ৫ ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের রাজপথে কর্মসূচি ঘোষণা করার জন্য দায়ি অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ৬ মাস পর আওয়ামী লীগ এখন এই পরিস্থিতিতে পড়েছে এবং এর জন্য দায়ী ঢিলেঢালা সরকার পরিচালনা।

রিজভী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে নারী ও শিশুর জীবনের কোনো মূল্য ছিল না, তার কাছে শুধুমাত্র সিংহাসনই মূল্যবান ছিল। হাজারো মানুষের সন্তানের মৃত্যু, ক্রসফায়ার এবং বিরোধী দলের নেতাদের মরদেহ দেখে খুশি হওয়া—এসব বিষয় নিয়ে তিনি তার তীব্র সমালোচনা করেন।

এছাড়া তিনি প্রশ্ন তোলেন, যারা আহনাফ, আবু সাঈদ এবং মুগ্ধকে হত্যা করেছে, তারা সবাই আইনের লোক, তবে কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না?


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework