অভিযুক্ত কাউকে দেশ ত্যাগ করতে দেয়া হয়নি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ০৭, ০১:৪৪ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার পতনের পর অনেকেই দেশ ত্যাগ করেছে, তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি। তিনি এই মন্তব্য করেছেন মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে।

এ সময় তিনি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ট্রাফিক বিভাগের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

র‍্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম জানান, সংস্কার কমিশনের রিপোর্ট এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়েছে, তা ফিরিয়ে আনার জন্য কাজ চলছে এবং সিআইডিকে মানিলন্ডারিং রিপোর্ট দ্রুত দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework