অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ২৬, ০৩:১৮ অপরাহ্ন

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তের জন্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়েছে, বুধবার রাত আড়াইটার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনার তদন্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পৌঁছে যায়। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ ৬ ঘণ্টার প্রচেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কমিটি বিস্তারিত তদন্ত করবে। সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework