২৪ মার্চ সন্দ্বীপের স্বপ্নের ফেরি সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে

মাহমুদ মান্না, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০৯, ০২:২৫ অপরাহ্ন

আগামী ২৪ মার্চ থেকে বহুল প্রতীক্ষিত সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সন্দ্বীপবাসীর স্বপ্নের ফেরি সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। ৮ মার্চ শনিবার বেলা ১০:৩০ টায় বাঁশবাড়িয়া ঘাট ও বেলা ১২ টায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সফরে এসে ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শন করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সন্দ্বীপবাসীর বহুল প্রত্যাশিত স্বপ্নের ফেরি সার্ভিস গত ৫ মার্চ উদ্বোধন হওয়ার কথা থাকলেও ড্রেজিংয়ের কাজ সমাপ্ত না হওয়ায় তা পিছিয়ে যায়। ফেরি সার্ভিসের জন্য সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে বেড়িবাঁধ থেকে সাগরের দিকে ব্লক দিয়ে প্রায় ৮০০ মিটার রাস্তা নির্মাণ করা হয়। গুপ্তছড়া ঘাটে নির্মাণ করা হয়েছে ৫০০ মিটার রাস্তা। আরও ২০০ মিটার রাস্তা নির্মাণ করা হবে সন্দ্বীপের কুলে। এখন শেষ মুহূর্তে নির্মাণ করা হচ্ছে ফেরির জেটি, গাড়ি পার্কিং ইয়ার্ডসহ অন্যান্য অবকাঠামো। ইতোমধ্যে উভয় ঘাটের জন্য পল্টুনও চলে এসেছে। এছাড়া গুপ্তছড়া ঘাটে ব্রিজের মাথায় ভাটার সময় যাত্রীরা কাদার মধ্যে যে ভোগান্তিতে পড়তে হয়, তা থেকে পরিত্রাণের জন্য যাতে স্টিমার ও স্পিডবোটও ভাটার সময় ফেরির জেটিতে যাত্রী উঠানামা করতে পারে, সে ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর আরিফ আহম্মেদ মোস্তফা, এমরান আহমেদ, মেজর মাসুদ, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা এবং বিআইডব্লিউটিএ’র উচ্চপদস্থ কর্মকর্তা সহ সন্দ্বীপের সাধারণ জনগণ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework