১৬ বছর আগে আজকের দিনে বিদায় নেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০২, ০১:১৩ অপরাহ্ন

আজ ৩১ ডিসেম্বর, চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী খ্যাত কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের ১৬তম প্রয়াণ দিবস। তিনি ১৯৪১ সালের ১১ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

শেফালী ঘোষ ছিলেন একজন বাংলাদেশি আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী। তিনি চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন, যা উপমহাদেশের সংগীতকে সমৃদ্ধ করেছে। প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে তিনি প্রায় সহস্রাধিক গান গেয়েছেন এবং তার গাওয়া গান নিয়ে দুই শতাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে। বাংলা চলচ্চিত্রেও তিনি প্লেব্যাক শিল্পী হিসেবে অবদান রেখেছেন।

শেফালী ঘোষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে সঙ্গীত পরিবেশন করেছেন। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে এম এন আখতার রচিত ও সুরারোপিত "যদি সুন্দর একখান মুখ পাইতাম," আহমেদুল হক সিদ্দিকীর "ও রে সাম্পানওয়ালা," এবং মলয় ঘোষ দস্তিদারের "ছোট ছোট ঢেউ তুলি"।

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক ভূমিকা রেখেছেন। সংগীতের পাশাপাশি তিনি যাত্রা এবং মঞ্চনাটকে নিয়মিত অংশগ্রহণ করতেন।

তিনি ২০০৬ সালের ৩১ ডিসেম্বর ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। চট্টগ্রামের গানের মাধ্যমে যিনি সমগ্র বিশ্বে চট্টগ্রামকে পরিচিত করেছিলেন, এমন মাপের শিল্পী ভবিষ্যতে জন্ম নেবে কি না, তা নিয়ে সন্দেহ রয়ে যায়। এ গুণী শিল্পীর প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework