হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

চন্দনাইশে হীড বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব সুচিয়া একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। গতকাল ২৫ জানুয়ারি সকালে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচি শুরু হয়। পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বোর্ড চেয়ারম্যান বায়রন পি বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, প্রধান আলোচক ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত। শাখা ব্যবস্থাপক অমিত কুঞ্চা ও পূর্ণিমা রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আঞ্চলিক ব্যবস্থাপক অনিল চন্দ্র দত্ত, ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎস যশ চাকমা, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, অধ্যাপক মো. ফরিদুল হক, সহকারী পরিচালক মার্টিন সৈকত বিশ্বাস, আয়াশা আক্তার আজাদী, শাখা ব্যবস্থাপক নির্মল সুশীল, শিক্ষার্থী যথাক্রমে জেনিফা আফরোজ চৌধুরী, সামিয়া রহমান, শিক্ষক অপু দে, হীড বাংলাদেশের মো. ছৈয়দ করিম, যীশু কুমার বর্ধন, মো. আকতারুজ্জামান, হুমায়ুন কবির প্রমুখ।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস, নারী শিক্ষা প্রসার ও নারী ক্ষমতায়নে কাজ করছে হীড বাংলাদেশ। চট্টগ্রাম অঞ্চলের চন্দনাইশ, আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, বাঁশখালীর ২৮৪ জন শিক্ষার্থীর মাঝে ৪ ও ৫ হাজার টাকা করে ১১ লক্ষ ৭৮ হাজার টাকার এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। একই সাথে এককালীন ৩৩ হাজার টাকা করে ৪ জন শিক্ষার্থীকে বাৎসরিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

পাশাপাশি ৫, ১০, ১৫, ২০ বছর চাকরি পূর্ণ করা কর্মীদের সার্ভিস সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালীন সংগঠনের সদস্যদের নিয়ে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework