হালিশহরে ভুয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ এপ্রিল ০১, ০৫:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামের হালিশহর জি ব্লকে সেতু ডেন্টাল ক্লিনিক নামক একটি বেসরকারি ক্লিনিক থেকে ভুয়া দন্ত চিকিৎসাকে আটক করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে অভিযান চালান জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এসময় ক্লিনিকের মালিক মো: মনিরুল ইসলাম নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেন এবং তার নিজের প্রেসক্রিপশন প্যাড দেখান। প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ডা: লেখা এবং পদবী হিসেবে ডেন্টাল সার্জন উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি বিএমডিসি এর কোন রেজিস্ট্রেশন দেখাতে পারেন নি। দীর্ঘ ১২ বছর ধরে তিনি দন্ত চিকিৎসা করেন বলে জানান। 

 

এসময় উপস্থিত সিভিল সার্জন, চট্টগ্রাম এর প্রতিনিধি ডা: মো: নুরুল হায়দার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) উক্ত মনিরুল ইসলামকে ভুয়া ডাক্তার হিসেবে সনাক্ত করেন।

 

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজা পরোয়ানা মূলে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework