হালদা নদীর ভবিষ্যৎ নিয়ে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সভা

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ০৬:১১ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে “অংশীজন উদ্বুদ্ধকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ এপ্রিল (মঙ্গলবার) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে এই সেমিনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেনের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, চন্দনাইশ পৌরসভার সচিব মোহাম্মদ মুহসিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহাছান, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, চন্দনাইশ থানার এসআই রাকিব হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়াসহ ইউপি সচিব, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন অঞ্চলের মৎস্যচাষী প্রতিনিধিরা।

বক্তারা বলেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক রুইজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র। এখান থেকে সংগৃহীত ডিম ও রেণু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছের পোনা মানসম্পন্ন ও দ্রুতবর্ধনশীল হওয়ায় এর চাহিদা বরাবরই বেশি।

তারা আরও বলেন, এ প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক মৎস্যসম্পদ উন্নয়ন এবং দেশের সামগ্রিক মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework