হাটহাজারীর এসিল্যান্ড বদলি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশে কার্যকর আদেশ

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০১:২৩ অপরাহ্ন

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড লুৎফর নাহার শারমিনকে মাত্র চার মাসের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু ভূমি অফিসে বদলি করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান গণমাধ্যমকে এসিল্যান্ডের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাছান স্বাক্ষরিত এক আদেশে বদলির নির্দেশ দেওয়া হয়।

বদলির আদেশে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) করা হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা লুৎফর নাহার শারমিন গত ২০২৪ সালের ২৩ অক্টোবর হাটহাজারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। মাত্র চার মাসের মধ্যেই তাকে পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় বদলি করা হলো।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসেই যোগদানের মাত্র ২৮ দিনের মাথায় ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনকে মোবাইল কোর্টের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করা হয়েছিল।

হাটহাজারীর এসিল্যান্ডের দ্রুত বদলি নিয়ে প্রশাসনিক মহলে নানা গুঞ্জন চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework