হাটহাজারীতে প্রভাবশালীদের দখলে শতবর্ষী পুকুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০৯, ০৬:০৩ অপরাহ্ন

চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন উপেক্ষা করে প্রকাশ্যে শতবর্ষী প্রাচীন একটি পুকুর ভরাট করা হচ্ছে। উপজেলা মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ রমেশ মহাজন সড়কের নামার বাজার সংলগ্ন পূর্ব পাশে শতবর্ষী পুকুর রাতের অন্ধকারে ভরাট করে ফেলছে কে কারা। বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের চারপাশে বড় বড় গাছ কেটে টিনের বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। সকাল বেলায় বন্ধ থাকলে গভীর রাতে ড্রাম ট্রাক করে মাটি ফেলা হয় বলে জানায় নাম প্রকাশ না করা এক ব্যক্তি। কারা ভরাট করছে বিষয়ে জানতে চাই ঐ ব্যক্তি জানেন না বলে জানেন, তবে প্রভাবশালী কয়েকজন মিলে এই কাজ করছে। সরকার পট পরিবর্তনের এ সময়টা কাজে লাগাচ্ছে বলে কয়েকজন ব্যক্তি জানান। তবে এভাবে পরিবেশ আইনকে উপেক্ষা করে জনসমক্ষে প্রাচীন পুকুরটি ভরাটের ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি পানির সংকটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। এই বিষয়ে উপজেলা সহ(ভূমি) কমিশনার লুৎফুন নাহার শারমীব জানান, পুকুর ভরাটের বিষয়ে আমাকে ইউএনও মহোদয় জানিয়েছেন। আমি ছুটিতে থাকার কারণে সরজমিনে আমাদের ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তিনি এর সত্যতা প্রমাণ পাই। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করি। এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, বিষয়টি আমি গত মঙ্গলবারে জানতে পেরেছি। আমি জেলা পরিবেশ অধিদপ্তরে অবহিত করেছি। আমি দ্রুত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করব।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework