হাটহাজারী উপজেলা কৃষকদের স্মারকলিপি, তদন্তের দাবি

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ১২:৫৫ অপরাহ্ন

কোম্পানি কর্তৃক নিম্নমানের যন্ত্রপাতির সরবরাহ করে কৃষকদের সাথে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হাটহাজারী উপজেলা কৃষক ও কৃষি উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার সামনে এই মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষি উদ্যোক্তারা।

এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভর্তুকি মূল্যে যেসব কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় তা অত্যন্ত নিম্নমানের। কিছুদিন ব্যবহারের পরেই এগুলো একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। নিম্নমানের কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে দিয়ে তাদেরকে প্রতারিত করা হয়েছে। তারা আরও বলেন, বিভিন্ন কোম্পানির সাথে আঁতাত করে এসব কার্যক্রমে জড়িত রয়েছেন অনেক সরকারি কর্মকর্তাও। যার ফলে নিম্নমানের যন্ত্রপাতি সরকারের ছত্রছায়ায় সরবরাহ করা হয়েছে। এতে, ভর্তুকি মূল্যে বলে তাদেরকে ঠকানো হয়েছে। এসময় কৃষকরা দাবি জানান এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের। এছাড়াও কৃষকরা এসময় নিম্নমানের সার ও তাদেরকে প্রতিবাদ করলে কোম্পানি কর্তৃক হুমকি দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের থেকে ভর্তুকি মূল্যের যে চেক নেওয়া হয়েছে তা দিয়ে মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছে যন্ত্রপাতি সরবরাহকারী কোম্পানিগুলো। এতে অনেক কৃষক ঝুঁকিতে রয়েছেন বলেও জানান উপস্থিত কৃষকরা। পাশাপাশি নিম্নমানের সার দিয়ে প্রতারণা করে যাচ্ছেন ডিলাররাও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। উল্লেখিত বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি জানান কৃষক ও কৃষি উদ্যোক্তারা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework