সৌরশক্তি ব্যবহার শুরু করল পিএইচপি ফ্যামিলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ০৫, ০৩:১২ অপরাহ্ন

দেশের সৌরশক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে পিএইচপি ফ্যামিলি, একটি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান। কোম্পানিটি তাদের টেক্সটাইল এবং স্টিল মিলের ছাদে সৌর প্যানেল স্থাপন করে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের কুমিরায় পিএইচপি ফ্যামিলির কারখানায় এই সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পরিচালক আনোয়ারুল হক, আমীর হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু, ভিক্টর মিজান মহসিন এবং অ্যাক্সিকিউটিভ ডাইরেক্টর শফিকুর রহমান খান।

প্রাথমিকভাবে দুই কারখানার ছাদে ১ হাজার ৭৪০ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এই প্যানেলগুলো থেকে বছরে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে, যা বছরে প্রায় ১ হাজার ১০০ টন কার্বন নিঃসরণ হ্রাস করতে সহায়তা করবে। সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ কারখানায় ব্যবহৃত হবে, যা বিদ্যুৎ খরচ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্বালানি গবেষণা কেন্দ্রের পরিচালক এবং নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন।

পিএইচপি ফ্যামিলির কর্মকর্তা শফিকুর রহমান খান জানিয়েছেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির অন্যান্য কারখানার ছাদেও সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কোম্পানির মোট বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ নিজস্ব উৎস থেকে পূরণ সম্ভব হবে।

উল্লেখ্য, সৌরশক্তি একটি পরিবেশবান্ধব শক্তির উৎস, যা কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework