সীতাকুণ্ডে মহাসড়ক সংলগ্ন জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণ

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১২:৫৪ অপরাহ্ন

সীতাকুণ্ড পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে মহাসড়ক সংলগ্ন ও জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন গণেশ চন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তি। সরজমিন গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথের জায়গা জবর দখল করে মার্কেট নির্মাণ করে ৫টি দোকান ভাড়া দিয়েছেন তিনি। একটি দোকান ভাড়া বাবদ প্রতিমাসে ৪ হাজার টাকা এবং অ্যাডভান্স নিয়েছেন প্রতি দোকান থেকে দেড় লাখ টাকা করে। সরজমিন গেলে স্থানীয়রা প্রতিবেদককে জানান, গত এক সপ্তাহ পূর্বে হিন্দু সম্প্রদায়ের গণেশ চন্দ্র নাথ এ মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এ জায়গা বাস স্টেশনের লাগানো হওয়ায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে গণেশচন্দ্র নাথ বলেন, সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে তাদের কোর্টে মামলা চলমান রয়েছে। বিএনপি-জামায়াতের লোকজন জায়গাটি দখল করার জন্য চাচ্ছে। সাংবাদিকরা উল্টাপাল্টা নিউজ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং এ বিষয়ে আমার ছেলে ডা. টিকে নাথের সাথে কথা বলে তারপর নিউজ করবেন। তার ছেলে টিকে নাথকে ফোন করলে তিনি বলেন, তারা দীর্ঘদিন এ জায়গা নিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এবং মহাসড়কের এই জায়গা নিয়ে তাদের কোর্টে মামলা চলমান রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা (সীতাকুণ্ড) সাজ্জাদ হোসেন বলেন, তারা গত এক মাস আগে দখলকারী ও মার্কেট নির্মাণকারীদেরকে কাজ বন্ধ রাখার জন্য একটি নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু এরপরও কাজ বন্ধ না করায় সীতাকুণ্ড থানাকে ব্যবস্থা নেয়ার জন্য নোটিশও দিয়েছি। এদিকে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework