সীতাকুণ্ডে দোকানে তালা দিয়ে দখলের অভিযোগ, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ০৮, ১২:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর ৩নং ওয়ার্ডে মৌলভী ইয়াকুবের বাড়ি সংলগ্ন দুটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতা নাছির। তিনি বলেন, “আলাউদ্দীন সরকারি জায়গায় জোরপূর্বক দোকান ঘর করেছে, তাই আমি তালা ঝুলিয়ে দিয়েছি। এই দোকানগুলো দলীয় অফিস করব। আলাউদ্দীনকে আর দোকান করতে দেব না।”

আলাউদ্দীন জানান, গত ৬ এপ্রিল তাঁর স্ত্রী সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্রে বলা হয়, দফায় দফায় আলাউদ্দীনকে মারধর করা হয়েছে, তাঁর অসুস্থ স্ত্রীকে শ্লীলতাহানি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে।

দ্বিতীয় ঘটনা ঘটে ঈদের তৃতীয় দিন রাত অনুমানিক ১২টার দিকে। জাহাঙ্গীরের নেতৃত্বে নাছির, সিরাজ, নচিম ও বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা আলাউদ্দীনের একটি স্টেশনারি দোকান ও একটি ফার্মেসিতে তালা ঝুলিয়ে দেন। এতে দোকানে থাকা প্রায় ৫ লাখ টাকার মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রথম ঘটনা ঘটে ২৯ রমজান বিকেল ৫টার দিকে। সেলুনের দোকানে চুল কাটতে গেলে আলাউদ্দীনের পায়ে নাছিরের পায়ের ছোঁয়া লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে নাছির কোনো কারণ ছাড়াই আলাউদ্দীনকে সেলুনের মালিক দিপু দাশের সামনে মারধর করেন এবং গালিগালাজ করেন। নাছির কারো বাধা মানছেন না।

নাছির এক সাংবাদিককে ফোনে বলেন, “আমি আওয়ামী লীগ করি, বিএনপি-থানা প্রশাসন সবাইকে জানিয়েছি। কেউ আমাকে কিছু করতে পারবে না।”

জানা যায়, নাছির তাঁর মেয়ে নাওরিনকে সীতাকুণ্ডের সংসদ সদস্য এস এম আল মামুনের পিএস মারুফের ছোট ভাই মিশুর সঙ্গে বিয়ে দিয়েছেন। এই সম্পর্কের কারণে নাছিরের পরিবার দাপটে বেসামাল হয়ে উঠেছে।

দেশে অস্থায়ী সরকার থাকার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু লোক কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জামায়াতের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। তারা প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক দলের নন।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই বুলবুল ৭ এপ্রিল দুপুর ২টায় সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান। তিনি বলেন, “তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework