সীতাকুণ্ডে তাতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ১২:৩৭ অপরাহ্ন

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন এস.আর. রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাদল, যুবদলের সভাপতি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রুকন উদ্দিন মেম্বার। প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা তাতীদলের সভাপতি এস.এম. লোকমান হাকিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম, জসিম উদ্দিন, সালাউদ্দিন, ইউসুফ, নাছির উদ্দিন, ফজলুল করিম, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, মো. আয়ুব, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, মো. হানিফ, যুবদলের সভাপতি কাইয়ুম, জামাল উদ্দিন, আবু সাঈদ, আব্দুল মালেক, মো. রিমন, বেলাল, সাজ্জাদ হোসেন, হায়দার আলী, জঙ্গল সলিমপুরের রাকিব প্রমুখ।

কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে সলিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তাতীদলের অফিস উদ্বোধন করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework