সীতাকুণ্ডে ডিসি পার্কে মারামারি, ৩০ জনের বেশি আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৫, ১১:২৮ অপরাহ্ন

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন এলাকায় জোয়ার ও মদের আসর, ডাকাত, চিন্তাই কারির আস্তানা গুঁড়িয়ে দিয়ে চট্টগ্রাম ডিসি ফখরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি আশরাফ, ও পরবর্তী আলাউদ্দিন উদ্যোগে ডিসি পার্ক নামে ফুলের সুবাস ছড়িয়ে দিয়েছে দেশ জুড়ে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বহুল প্রচারিত অগ্নিকাণ্ডে বিস্ফোরণে লাশ আর লাশ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মালিকানা বিএমডিপোর লরির গাড়ি রাখা কে কেন্দ্র করে ডিসি পার্কে গাড়ি পার্কিং ইজারা দার মাসুদের কর্মচারী মারামারি ঘটনা ঘটেছিল। ঘটনা টি সন্ধ্যা ৭টায় তাৎক্ষণিকভাবে সমাধান করে দেয় সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন। রাত ৮টার পরে বিএম ডিপোর থেকে ফোন করে শ্রমিক লীগের নেতা হুমায়ুন নেতৃত্বে আনুমানিক ১৫০ শাতাদিক শ্রমিক নিয়ে হামলা চালিয়ে ডিসি পার্কে গাড়ি পার্কিং ও ডিসি পার্কে গেট ও কাউন্টার, দোকান ভাঙচুর, ৫ লাখ টাকা লুট, কনসার্ট ৬ হাজার টিকিট লুটপাট করে নিয়ে যায়।

ডিসি পার্কের দায়িত্বরত ইনচার্জ গোলাম রসুল বলেছেন, ডিসি পার্কের কর্মকর্তা কর্মচারীর সাথে গাড়ির চালক হেলপার কোন সমস্যা নেই। ডিসি পার্কের গাড়ি পার্কিং নিয়ে বিএমডিপোর গাড়ি চালক হেলপার সাথে চাঁদাবাজি নিয়ে পার্কিং ইজারা দার মাসুদের মারামারি ঘটনা ঘটে। সাবেক এমপি দিদার আলম পিএস দাবি দার জিকুর মাসুদের দীর্ঘদিনের বিরোধে কাজে লাগিয়ে বিএমডিপোর লীগ দিয়ে হামলা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

এই দিকে ঘটনা টি কে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আওয়ামী লীগ ও জামায়াত আসলাম চৌধুরী সহকারী মঞ্জুর ইসলাম। বিএমডিপোর শ্রমিক লীগের নেতা হুমায়ুন বলেছেন, গাড়ির চালক গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছিল। গাড়ি পার্কিং করার কারণে চালক থেকে চাঁদার দাবি করেন। কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটেছিল।

এই ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন সুশান্ত, গোলাম রসুল, বশর, নোমান, মেহেদী, সজীব মোঃ সাবর, আয়ুব আলী, ডিসি পার্কের কর্মচারী। মামুন, তৌহিদ, রাসেল, রাশেদ, শাহিন, বাদল, ইয়াছিন, হাবিব, নাছির, মামুন, অপু ডিসি পার্কের গাড়ি পার্কিং কর্মচারী। গাড়ির চালক হেলপার, শ্রমিক সংহতি ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

এই ঘটনায় সীতাকুণ্ড থানা এখনো কোন ধরনের মামলা করা হয়নি। সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি আল মামুন বলেছেন, ঘটনা সত্যতা নিশ্চিত করে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework