সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে আর্থিক অনুদান দিলেন মো. আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১২, ০২:৩৩ অপরাহ্ন

সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর, ইমান আলী মৌলভীর বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধূরী । বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) দুপুর ১ টায় তিনি এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি বলেন , অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ অসহায়, তাদের সব হারিয়ে দিশেহারা। আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। আমি সরকার এবং এলাকার ভিত্তবানদের প্রতি অনুরোধ করবো যাতে সবাই তাদের বাড়িঘর নির্মাণে এগিয়ে আসেন।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন,সদস্য সচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মোরসালিন, কৃষকদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বদিউল আলম বদরুল,রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ,সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম,উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম,সদস্য সচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসন আলী,সহ সভাপতি মহসিন প্রমুখ ।


উল্লেখ্য , গত ৭ নভেম্বর সকাল ৯টয় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চট্টগ্রামের সীতাকুণ্ড বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর গ্রামে ৬টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এবং দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন পরিবার গুলো।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework